ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বড়লেখা থেকে জাপা নেতা রিয়াজ গ্রেফতার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
বড়লেখা থেকে জাপা নেতা রিয়াজ গ্রেফতার আহমেদ রিয়াজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ রিয়াজকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার সুজানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বাংলানিউজকে জানান, আহমেদ রিয়াজের বিরুদ্ধে একটি মামলায় দুই বছরের সাজা পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

আহমেদ রিয়াজ ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনের সমন্বয়কারী ও বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
বিবিবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।