ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

রাজনীতি

সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস শুক্রবার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস শুক্রবার 

ঢাকা: সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস শুক্রবার (১ জানুয়ারি)। ১৯৭৩ সালের এ দিনে ভিয়েতনামের মুক্তিকামী জনগণের ওপর মার্কিন সাম্রাজ্যবাদী সামরিক আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় ছাত্র ইউনিয়নের উদ্যোগে ভিয়েতনাম সংহতি মিছিলে পুলিশের গুলিতে স্বাধীনদেশে প্রথম রাজপথ রক্তে রঞ্জিত হয়।

সেদিন পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রইউনিয়ন নেতা মতিউল ইসলাম ও মীর্জা কাদের। তাদের শ্রদ্ধা ও স্মরণ করে ১ জানুয়ারি সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল সংগঠনগসমুহ।  

সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবসে দিনব্যাপী বিভিন্ন সংঘটন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকালে কদম ফোয়ারা মোড়ে সাম্রাজ্যবাদবিরোধী সংহতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। এছাড়াও বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন এবং দল পৃথক আলোচনা সভার আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।