ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আয়শা খানম নারীর মুক্তি আন্দোলনে অনুকরণীয় হয়ে থাকবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
আয়শা খানম নারীর মুক্তি আন্দোলনে অনুকরণীয় হয়ে থাকবেন

ঢাকা: বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারী নেত্রী আয়শা খানম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।  

শনিবার (২ জানুয়ারি) এক শোক বার্তায় প্রয়াত আয়শা খানম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আয়শা খানম এর মৃত্যুতে দেশ এক কিংবদন্তি নারী নেত্রীকে হারালো। তিনি বাষট্টির ছাত্র আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যত্থান এবং মহান মুক্তিযুদ্ধে দক্ষ সংগঠন হিসেবে কাজ করেছেন। আয়শা খানম নারীর মুক্তি আন্দোলনে অনুকরণীয় হয়ে থাকবেন।

বাংলাদেশ মহিলা পরিষদ এর সভাপিত ও মহান মুক্তিযুদ্ধের অন্যমত সংগঠক, নারী নেত্রী আয়শা খানম এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।