ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বেলকুচিতে চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
বেলকুচিতে চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ আওয়ামী লীগের দলীয় লোগো

সিরাজগঞ্জ: পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।

এরা হলেন- স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, তার বড় ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজল হক ঘোষন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হজরত আলী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রামাণিক, সহ-সভাপতি বদর উদ্দিন মণ্ডল ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব।

 

রোববার (৩ জানুয়ারি) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।  

তিনি বলেন, দলের সিদ্ধান্ত না মেনে যুবলীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অপরদিকে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলসহ ৬ নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।