ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কালকিনিতে ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
কালকিনিতে ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আটক ...

মাদারীপুর: অনুমতি না নিয়ে প্রোগ্রাম করা এবং সরকারি কাজে বাধা দেওয়ায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাইকে আটক করেছে পুলিশ।  

রোববার (৩ জানুয়ারি) ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি থেকে তাকে আটক করা হয়।

 

জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে কালকিনি উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সিকদার মো. মামুনের নেতৃত্বে উপজেলা দলীয় অফিসের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। পরে উপজেলা সড়ক প্রদক্ষিণ করার সময় পুলিশের বাধায় র‍্যালিটি ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদল সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাইকে আটক করে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বলেন, পুলিশের কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে তারা প্রোগ্রাম করছিল। তাছাড়া সরকারি কাজে বাধা দেওয়ায় তাকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।