ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনী পৌর নির্বাচনে ভোটের আগেই জয়ের পথে ১৩ কাউন্সিলর!

স্টাফ করেসপন্ডেন্ট                  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
ফেনী পৌর নির্বাচনে ভোটের আগেই জয়ের পথে ১৩ কাউন্সিলর! ভোটের আগেই জয়ের পথে ১৩ কাউন্সিলর!

ফেনী: ফেনী পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৯জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪জনসহ মোট ১৩জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ের পথে রয়েছেন।  

রোববার (৩ জানুয়ারি) মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করে জেলা নির্বাচন অফিস।

মেয়র পদে দাখিলকৃত ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী জানান, দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে ১১ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবীর, ১৬ নম্বর ওয়ার্ডে মো. তারেক আজিজ ভূঁঞা ও সংরক্ষিত মহিলা ৩ নম্বর ওয়ার্ডে সুমি আক্তারের প্রার্থীতা বাতিল করা হয়েছে। ফলে এ তিন ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন ১১ নং ওয়ার্ডে গোলাম মেহেদী আলম চৌধুরী, ১৩ নং ওয়ার্ডে নাছির উদ্দিন খান ও ১৬ নং ওয়ার্ডে আমির হোসেন বাহার।  

উল্লেখ্য, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পৌর এক নম্বর ওয়ার্ডে জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গীটার, ২ নম্বর ওয়ার্ডে জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোহিনুর আলম, ৪ নম্বর ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন তসলিম, ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবদীন লিটন, ৬ নম্বর ওয়ার্ডে স্থানীয় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম।  

অন্যদিকে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে জেলা যুব মহিলা লীগ সভাপতি হাছিনা আক্তার নিঝুম, ২ নম্বর ওয়ার্ডে মোসাম্মৎ জেসমিন আক্তার, ৬ নম্বর ওয়ার্ডে ফেরদৌস আরা বেগম একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় মোট ১৩জন এ পর্যন্ত বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হতে যাচ্ছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বর্তমানে ফেনী পৌরসভার মেয়র পদে প্রার্থী হয়েছেন ৫জন, ২টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।
১০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তারপরই একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

মেয়র আওয়ামী লীগ মনোনীত ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিয়াজী, বিএনপি মনোনীত জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন, জাতীয় পার্টির ইয়ামিন হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের তারিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গোলামুর রহমান আজমসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বাতিলকৃত আবেদনপত্রের আপিল প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা জানান, তাদের আপিলের সুযোগ রয়েছে। সোমবার (৪ জানুয়ারি) হতে আগামী ১০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ১০ জানুয়ারি বিনাপ্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হবে। ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০ 
এসএইচডি/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।