ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কোম্পানীগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
কোম্পানীগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৬

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট বাজারে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ উভয়পক্ষের অন্তত ১৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।

 

ভাঙচুর করা হয়েছে একটি ব্যবসা প্রতিষ্ঠান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে বসুরহাট হাসপাতাল সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপজেলার চরএলাহি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তার ছেলে রাজিব, ওই ইউনিয়নের আব্দুর রবের ছেলে দেলোয়ার হোসেন, মমিনের ছেলে এনাম, ওজি উল্যার ছেলে রাসেল, ধনু মিয়ার ছেলে রফিকুল ইসলাম জীবন, বেলাল হোসেন, আবুল খায়েরের ছেলে আবুল কালাম, আব্দুল মন্নানের আব্দুল মালেক ও আব্দুর রহমানের নাম জানা গেছে।

স্থানীয়রা জানান, উপজেলা চত্বরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সকালে চরএলাহী ইউনিয়ন থেকে ছাত্রলীগের একটি মিছিল বসুরহাট বাজারে আসছিল। মিছিলটি বসুরহাট হাসপাতাল গেটের কাছে এলে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ছেলে রাজিবকে উদ্দেশ্য করে মিছিলে থাকা কয়েকজন উস্কানিমূলক কথা বলেন। এতে মিছিলে থাকা নেতাকর্মীরা দু’টি পক্ষ হয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ফেটে গেছে। সংঘর্ষকারীরা কালার ভিউ ডিজিটাল স্টুডিও ভাঙচুর করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারীরা পালিয়ে যান। এ ঘটনায় চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

চেয়ারম্যান আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল গণি, তার ভাই বাহার ও ভাগিনা মিন্টুর নেতৃত্বে তাদের লোকজন মিছিলে থাকা আমার ছেলে রাজিবের ওপর অতর্কিত হামলা চালান। এসময় আমরা তাকে বাঁচাতে গেলে আমাদেরও পিটিয়ে জখম করেন তারা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

এ বিষয়ে কথা বলতে সাহাব উদ্দিন মেম্বারের মোবাইল ফোনে একাধিকবার কল দিরেও তিনি রিসিভ করেননি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণি বাদী হয়ে রাজ্জাক চেয়ারম্যানসহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পরে আসামিদের মধ্যে চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।