ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রয়োজনের বেশি কথা বলতেন না সৈয়দ আশরাফুল: তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
প্রয়োজনের বেশি কথা বলতেন না সৈয়দ আশরাফুল: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রয়োজনের বেশি কথা বলতেন না বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মতো মৃদুভাষী ও সৎ মানুষ এ উপমহাদেশের রাজনীতিতে নজিরবিহীন ব্যক্তিত্ব।

তিনি একটা উদাহরণ, দৃষ্টান্ত। মিডিয়ার সামনে রাষ্ট্র ও সংগঠনের প্রয়োজন ছাড়া কথা বলতেন না তিনি।

সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মুরাদ হাসান বলেন, হেফাজতে ইসলাম গোটা ঢাকা শহর অচল করে দেওয়ার ডাক দিয়েছিল। সরকার পতনের ডাক দিয়েছিল। জ্বালাও-পোড়াও ধ্বংসযজ্ঞ নৈরাজ্য সৃষ্টি করেছিল। সেদিনের ইতিহাস দেশের মানুষ ভুলে নাই, ভুলবে না। দেশে তখন অস্থির অবস্থা চলছিল। দেশের মানুষ শঙ্কার মধ্যদিয়ে সময় অতিক্রম করছিল। তখন সৈয়দ আশরাফুল ইসলাম খুব স্বল্প ভাষায় সব মিডিয়াকে বলেছিলেন, ‘১০ মিনিটের মধ্যে শাপলা চত্বর খালি করতে হবে। এ ধরনের কর্মসূচি আর কখনও দেশের কোথাও করতে দেওয়া হবে না। ’ হেফাজতে ইসলামের সরকার পতনের নীল নকশা ধুলিস্যাৎ করে দিয়েছিলেন সৈয়দ আশরাফুল।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অ্যাডভোকেট সামসুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।