ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির মানববন্ধন

খুলনা: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে খুলনায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

খুলনা মহানগর বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে 
 ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন খানজাহান থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

থানা সাংগঠনিক সম্পাদক কাজী মিজানুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, গিলাতলা ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, যোগীপোল ইউনিয়ন বিএনপি সভাপতি ও যোগীপোল ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।