ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাবনায় আওয়ামী লীগের আনন্দ মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
পাবনায় আওয়ামী লীগের আনন্দ মিছিল-সমাবেশ

পাবনা: আওয়ামী লীগ সরকারের টানা ১২ বছর পূর্তি এবং আসন্ন পাবনা পৌর নির্বাচনে আলী মর্তুজা বিশ্বাস সনিকে নৌকার মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাবনায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আনন্দ মিছিল নিয়ে নেতাকর্মীরা সবমেত হন জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে।

এসময় শহরের গুরুত্বপূর্ণ সড়কে নৌকার পক্ষের বিশাল এই সমর্থকদের উপস্থিতিতে উৎসব মুখোর পরিবেশ তৈরি হয়। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন।

জেলা আওয়ামী লীগ নেতা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফাইমুল কবির শান্ত ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মতীন খান, বৈরাম খান, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট কানিজ ফাতেমা পুতুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন মান্না, উপ প্রচার সম্পাদক হাজি শরীফ, জেলা যুবলীগের আহ্বায়ক নৌকার মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার টানা ১২ বছর ক্ষমতায় থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। এর প্রধান কারিগর আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার দূরদর্শী চিন্তা ও কর্ম পরিকল্পনায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে। ক্ষুধা ও দারিদ্র মুক্ত যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, সেই স্বপ্ন পূরণ করেছেন তারই কন্যা তিনবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।