ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গণসংযোগে গেলে বিরোধীরা পেছনে মিছিল বের করে

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
গণসংযোগে গেলে বিরোধীরা পেছনে মিছিল বের করে কুলাউড়ায় নির্বাচনী প্রচারণায় বিভিন্ন সমস্যা তুলে ধরেন প্রার্থী। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: ‘আমি গণসংযোগে গেলে আমার বিরোধী প্রার্থীদের লোকেরা পেছনে মিছিল বের করে। এতে আমার নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত ঘটে।

শহরের বিভিন্ন জায়গা থেকে আমার পোস্টারও ছেড়া হয়েছে। ’

শুক্রবার (৮ জানুয়া‌রি) ‌রাতে কুলাউড়া উপজেলা শহরের একটি রেস্টুরেন্টে পৌরসভা নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে ধানের শীষের প্রার্থী কামাল উ‌দ্দিন আহমেদ জুনেদ তার নির্বাচনী প্রচারণায় বিভিন্ন সমস্যার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি মেয়র থাকাকালীন সময়ে পৌরসভার দুই ও তিন নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ দিয়েছি। বর্তমানে শহরের প্রধান সমস্যা পানি ও ড্রেনেজ ব্যবস্থা, আমি নির্বাচিত হলে এই সমস্যা সমাধানে কাজ করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সহ-সভাপতি শামীম আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর‌ হোসেন, মইনুল ইসলাম বকুল, সাংগঠ‌নিক সম্পাদক সু‌ফিয়ান আহমদ, কোষাগার সম্পাদক আব্দুল মান্নানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

ভোট কারচুপি হওয়ার সম্ভাবনা থাকতে পারে জানিয়ে তিনি নয়টি ওয়ার্ডের সকল কেন্দ্রে সাংবাদিকদের উপস্থিত থেকে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করার কথা বলেন। নির্বাচনের দিন সাংবাদিকরা যেন ভোট গণনা পর্যন্ত সরেজমিনে থাকেন এমন আহ্বান জানান বিএনপি মনোনীত প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি কুলাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মেয়র পদে ‘নৌকা’ প্রতীকে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ‘ধানের শীষ’ প্রতীকে সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, ‘নারিকেল গাছ’ প্রতীকে বর্তমান মেয়র শফি আলম ইউনুস এবং ‘জগ’ প্রতীকে লড়ছেন শাজান মিয়া।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ৯ জানুয়ারি, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।