ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শ্রমিক আন্দোলনে আদর্শবান নেতৃত্ব প্রয়োজন: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
শ্রমিক আন্দোলনে আদর্শবান নেতৃত্ব প্রয়োজন: মেনন বক্তব্য রাখছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন

ঢাকা: বর্তমান পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনে আদর্শবান নেতৃত্ব খুবই প্রয়োজন বলে উল্লেখ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সংসদ সদস্য রাশেদ খান মেনন।

শনিবার (৯ জানুয়ারি) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি আয়োজিত শোকসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিকেল সোয়া ৫টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।

রাশেদ খান মেনন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনে আদর্শবান সংগ্রামী শ্রমিক নেতৃত্ব খুবই প্রয়োজন। বিদ্যমান নয়াউদারবাদী শ্রেণিবিভক্ত সমাজে আদর্শবান নেতৃত্বের কোনো বিকল্প নাই। প্রয়াত শ্রমিক-কৃষক নেতৃত্ব ভোগবাদী সমাজের সবকিছুকে উপেক্ষা করে তারা জাতির বৃহত্তম স্বার্থে নিজ নিজ জীবন উৎসর্গ করেছেন। বর্তমানে শ্রমিক আন্দোলনে তাদের মতো নেতৃত্ব বড় অভাব লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে শ্রমজীবী মানুষ এক ক্রান্তিকালে অতিক্রম করছে। এ শ্রমজীবী মানুষদের রক্ষা করতে আদর্শবান নেতৃত্বকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সম্মুখযোদ্ধা হিসেবে অর্থনৈতিক যোদ্ধাদেরও অন্তর্ভুক্ত করতে হবে। ’

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা পরিচালনা করেন নগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাকির হোসেন রাজু, মোস্তফা আলমগীর রতন, বেনজীর আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।