ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কামরুজ্জামা‌ন ও কা‌সেমীর স্মরণসভা করবে ২০ দলীয় জোট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
কামরুজ্জামা‌ন ও কা‌সেমীর স্মরণসভা করবে ২০ দলীয় জোট

ঢাকা: ২০ দলীয় জোটের উদ্যো‌গে সদ্যপ্রয়াত বাংলা‌দেশ মুস‌লিম লীগ সভাপ‌তি এইচ এম কামরুজ্জামান খা‌ন ও জ‌মিয়‌তে ওলামা‌য়ে ইসলা‌মের মহাস‌চিব আল্লামা নুর হোসাইন কা‌সেমীর স্মরণসভা ও দোয়া মাহ‌ফিল আয়োজন করা হ‌বে।

আগামী ১৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ডিআরইউ‌ মিলনায়ত‌নে এই স্মরণসভা হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

তি‌নি ব‌লেন, ২০ দলীয় জো‌টের সমন্বয়কারী ও বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান স্মরণসভা ও দোয়া মাহ‌ফি‌লে জো‌টের নেতাকর্মী‌দের উপ‌স্থিত থাকার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।