ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে বিএনপির ২৩ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
জয়পুরহাটে বিএনপির ২৩ নেতাকর্মী আটক আটক অধ্যক্ষ সামছুল হক, ছবি: বাংলানিউজ

জয়পরহাট: নাশকতার পরিকল্পনার অভিযোগে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সামছুল হকসহ ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের বাটার মোড় সংলগ্ন হক ভিলা থেকে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীর মধ্যে রয়েছেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সামছুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম বকুল, আনিছুর রহমান তালুকদার, মওদুদ আহম্মেদ ও তাজ উদ্দীন।
 
জয়পুরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হক ভিলায় গোপন বৈঠক করছিলেন-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাসাটি ঘেরাও করে। এ সময় দেশি অস্ত্রশস্ত্রসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।