ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ’লীগ কর্মীদের মারধরের অভিযোগে বিদ্রোহী প্রার্থীর ৩ নেতাকর্মী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
আ’লীগ কর্মীদের মারধরের অভিযোগে বিদ্রোহী প্রার্থীর ৩ নেতাকর্মী আটক

বরগুনা: বরগুনা পৌরসভা নির্বাচনে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগে বিদ্রোহী প্রার্থীর ৩ কর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) রাত ১২টার দিকে বরগুনার পৌরসভার স্টেডিয়াম সংলগ্ন আশ্রয়নে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় নৌকা প্রতীকের তিন কর্মী আহত হয়েছেন। তাদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- জাহাঙ্গীর, আসলাম এবং হুমায়ুন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আটকরা হলেন- বাপ্পি (২৭), রাসেল (৩৫), ইশতি (২০)। তারা বরগুনা সদর থানা পুলিশের হেফাজতে আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রধান এজেন্ট অ্যাডভোকেট শাহজাহান বলেন, বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেনের কর্মী ও সমর্থকরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুর এবং মারধর করে। এতে আমাদের তিনি কর্মী ও সমর্থক আহত হন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে আমার তিন কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে। আমার কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তা সত্য নয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে এ ঘটনায় তিনজনকে আটক করেছে বরগুনা থানা পুলিশ। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।