ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঘুড়ি উৎসব ঢাকাবাসীর মনে আনন্দ-উল্লাস সৃষ্টি করেছে: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
ঘুড়ি উৎসব ঢাকাবাসীর মনে আনন্দ-উল্লাস সৃষ্টি করেছে: মেনন মেনন

ঢাকা: ঘুড়ি উৎসব ঢাকাবাসীর মনে আনন্দ-উল্লাস সৃষ্টি করেছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি ) ৮ আসনের ১১ ও ১২নং ওয়ার্ডের ঘুড়ি উৎসব উদ্বোধনকালে তিনি একথা জানান।

বিকেল চারটার দিকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ঘুড়ি উৎসবের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে অভিনন্দন জানিয়ে রাশেদ খান মেনন বলেন, এই করোনাকালের বিষণ্ন সময়ে পৌষ-সংক্রান্তিতে এই ঘুড়ি উৎসব ঢাকাবাসীর মনে আনন্দ-উল্লাস সৃষ্টি করেছে। ঢাকার এই ঐতিহ্য ফিরিয়ে আনতে মেয়রের এই উদ্যোগ সর্বমহলে প্রসংশিত হয়েছে।

তিনি আরও বলেন, পৌষ মাস আনন্দের মাস, পিঠা-পুলির মাস মানুষ এখন আর শীতে কাতর হয়ে পড়ে না, তাদের এখন আর পুরনো গরম কাপড় কিনতে হয় না। নিজের দেশের কাপড় এখন তাদের শীতের প্রয়োজন মেটায়।

ঘুড়ি উৎসব আয়োজন করার জন্য ঢাকা-৮-এর সব কাউন্সিলদের অভিনন্দন জানান রাশেদ খান মেনন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।