ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন স্থগিত

ঢাকা: বিকেলে সংবাদ সম্মেলন ডেকে রাতে স্থগিত করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে গণফোরাম নেতা লতিফুল বারী হামিম জানিয়েছিলেন শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলবেন ড. কামাল হোসেন।

রাত সাড়ে ৯টায় লতিফুল বারী হামিম পুনরায় জানান, অনিবার্য কারণবশত পূর্বঘোষিত গণফোরামের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, ১৬ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরর্বতীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্থান, সময় ও তারিখ জানানো হবে। অনাকাঙ্খিত ঘটনার জন্য গণফোরামের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

** ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলন শনিবার

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।