ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বন্দর থানা ছাত্রদলের সদস্য সচিবকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
বন্দর থানা ছাত্রদলের সদস্য সচিবকে অব্যাহতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বন্দর থানা ইউনিট কমিটির সদস্য সচিব আসিফ মকবুলকে তথ্য সংগ্রহ ফরমে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ায় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল তাকে অব্যাহতি দেন।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল।

কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ মহানগরের অধীন বন্দর থানা ছাত্রদলের সদস্য সচিব আসিফ মকবুলকে নিজ পদ-পদবি থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়ে ওই থানা শাখার ১ম যুগ্ম আহ্বায়ক সাকিব মো. রাইয়্যানকে সদস্য সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে আসিফ মকবুল নিজের বিয়ের ও সন্তানের তথ্য গোপন করে দলীয় পদ নেন, যা নিয়ম বহির্ভূত।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।