ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে ইউনিয়ন আ.লীগের সভাপতিকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
নোয়াখালীতে ইউনিয়ন আ.লীগের সভাপতিকে কুপিয়ে জখম

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন জমিদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ধর্মপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অজ্ঞাতপরিচয় মুখোশধারী ১০-১২ জনের একটি গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে।

এসময় তার চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কটুক্তির প্রতিবাদ সমাবেশে যোগ দিতে প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে আবুল হোসেন জমিদার হামলার শিকার হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।