ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চাটুকাররা প্রধানমন্ত্রীকে অন্ধ করে রেখেছেন: ইবরাহিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
চাটুকাররা প্রধানমন্ত্রীকে অন্ধ করে রেখেছেন: ইবরাহিম মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। ফাইল ফটো

ঢাকা: আপনার (প্রধানমন্ত্রী) চারপাশের চাটুকাররা আপনাকে অন্ধ করে রেখেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।  

সোমবার (০১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাবেক সেনা কর্মকর্তা জেনারেল ইবরাহিম এ কথা বলেন।

কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, আবোল-তাবোল বলে জাতিকে ভুল বোঝানো উচিত না। দেশের মানুষকে এতো বোকা ভাববেন না। আপনার চারপাশে চাটুকাররা আপনাকে অন্ধ করে রেখেছেন। দয়া করে চোখ খুলে জনগণের মনের কথাটা বুঝুন। হামলা-মামলা, গুম-খুন, ক্রসফায়ার বন্ধ করুন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।