ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহের বিএনপি নেতা মহিবুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
ময়মনসিংহের বিএনপি নেতা মহিবুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাকা: ময়মনসিংহের বিএনপি নেতা মহিবুল হক টুটুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুলকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে ভুলবশতঃ বহিষ্কার করা হয়েছিল। সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এমএইচ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।