ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ফেনী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলায় সাজার রায়ের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মিছিলটি শহরের বড় মসজিদ এলাকা থেকে শুরু হয়ে ট্রাংক রোড, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের ইসলামপুর রোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন।

মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুজিবুর রহমান, জাহেদুল ইসলাম শীমুল। সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন, আমির হোসেন দুলাল, দপ্তর সম্পাদক খোরশেদ রহমান সূর্য, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জোবায়ের হোসেন প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ রায় ঘোষণা করা হয়। নড়াইলের এক আওয়ামী লীগ নেতার করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এসএইচডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।