ঢাকা, শুক্রবার, ২২ ভাদ্র ১৪৩১, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ

বরিশাল: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তিন বছর কারাবন্দি রাখার প্রতিবাদে এবং মামলা থেকে তার মুক্তির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন এবং মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম প্রমুখ।

সভাপতির বক্তব্যে সরোয়ার বলেন, একটি শক্তিশালী বিরোধী দল থাকলে দেশ সঠিকভাবে পরিচালিত হয়। কিন্তু সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। তারা মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সনকে কারাগারে আটকে রেখেছিলো। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সব মামলা থেকে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

এদিকে সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে অনিয়মের প্রতিবাদে সারাদেশের সব বিভাগীয় শহরে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। আজকের প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ১৮ ফেব্রুয়ারির বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানান বক্তারা।

এরআগে সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে একই দাবিতে প্রতিবাদ সমাবেশ করে জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ১৪৫৭  ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।