ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের আলোচনা সভা বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের আলোচনা সভা বুধবার

ঢাকা: আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১১ নভেম্বর ছিল যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনা ভাইরাসের কারণে তখন এ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। এ কারণে বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন।  

এদিকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সফল করতে সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

বর্ধিত সভায় রেজাউল করিম রেজা জানান, মহামারি করোনার কারণে নির্ধারিত সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারেনি আওয়ামী যুবলীগ। এজন্য ১০ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সভায় ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে সংগঠনের নেতাদের নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ নির্দেশনা দেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

বক্তব্য রাখেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি আহাম্মদ উল্লাহ মধু, সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল  সান্টু, কামাল উদ্দিন খান, মহসিন মাহমুদ, মাহাবুবুর রহমান পলাশ, আবু সাঈদ মোল্লা, সৈয়দ আহমেদ, মুরসালিন আহমেদ, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বাবু ও মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।