ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জিয়ার খেতাব বাতিলে মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
জিয়ার খেতাব বাতিলে মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ

ঢাকা: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব প্রত্যাহারের সিদ্ধান্তকে ষড়যন্ত্রমূলক দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

বুধবার(১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা জানান সংগঠনটির নেতারা।

তারা বলেন, ভোট ডাকাত সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতা হারানোর ভয়ে একের পর এক কলঙ্কজনক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ অহংকার, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধকালীন জেড ফোর্সের কমান্ডার রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর খেতাব প্রত্যাহারের এক ঘৃণ্য সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তারা বলেন, আমরা এইসব তোষামদকারীদের মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলতে চাই, এইসব নোংরামি বন্ধ করুন এবং রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাসের প্রতি আনুগত্য প্রদর্শন করুন। অন্যথায় আগামী দিনে কঠিন বিচারের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকুন।

বিবৃতিদাতারা হলেন—মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সহ সভাপতি হাজী আবুল হোসেন, মিজানুর রহমান বীর প্রতীক, প্রকৌশলী নজরুল ইসলাম, মোকশেদ আলী মঙ্গোলিয়া, অধ্যাপক আব্দুল কাইয়ুম, প্রকৌশলী আব্দুল হালিম, মোস্তফা শাহাবুদ্দীন রেজা, শহীদ বাবলু, এইচ.আর সিদ্দিকী সাজু, মোস্তফা কামাল, কাজী নাছির আহমেদ, মো. শরীফ আলী, আব্দুল হাকিম, অ্যাড. সুলতান আলম মল্লিক, জাহাঙ্গীর কবির, আব্দুল জব্বার, মো. সিরাজ উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।