ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মাদারগঞ্জে আ.লীগের ১০ নেতাকর্মীকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
মাদারগঞ্জে আ.লীগের ১০ নেতাকর্মীকে বহিষ্কার

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে উপজেলা, পৌর ও মহিলা আওয়ামীলীগের ১০ নেতাকর্মীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের বহিষ্কার করা হয়।

মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলালের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় ২৮ ফেব্রুয়ারি মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত হয়ে জামালপুর জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির মেয়র পদে নৌকা প্রতীক পেয়েছেন। সেসঙ্গে বিগত ২২ জানুয়ারি মাদারগঞ্জ শহর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় দলের অন্যতম সাংগঠনিক সম্পাদক একজন কর্মবীর রাজনীতির কবি আলহাজ মির্জা আজম উপস্থিতিতে আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য (৭২ জন) সব কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা (আসন ভিত্তিক) দলের একক প্রার্থী ঘোষণার দাবি জানান। প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ওয়ার্ড আওয়ামীলীগের (কার্য-নির্বাহী কমিটির সভায় গৃহিত সিদ্ধান্ত মোতাবেক) আসনভিত্তিক প্রার্থী তালিকা প্রস্তুত করত: ওয়ার্ড শহর ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক (৬ জনের স্বাক্ষরিত ) একটি সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জামালপুর জেলা আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হলে সেখান থেকে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি শহর আওয়ামীলীগের মিটিংয়ে মির্জা আজমসহ সর্বস্তরের নেতাদের উপস্থিতিতে সংগঠনের সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার বেমালুম ভুলে গিয়ে বেশ কয়েকজন দায়িত্বশীল নেতা সিদ্ধান্তের বাইরে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং বার বার অনুরোধ করার পরেও মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর পরেও মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখা আওয়ামীলীগের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ অগ্রাহ্য করে যেসব প্রার্থী দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করার সিদ্ধান্তে অটল থেকে দলের শৃঙ্খলা বিনষ্ট করেছেন তাদের বিরুদ্ধে ১০ ফেব্রুয়ারি (রোববার) সকাল ১০টা মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত মাদারগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ সভায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

ইতোমধ্যে যারা শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন, তারা হলেন- মো. হাফিজুর রহমান সাবেক সহ-সম্পাদক, মাদারগঞ্জ উপজেলা শাখা যুবলীগ, মো. মোখলেছুর রহমান সদস্য, মাদারগঞ্জ  উপজেলা শাখা আওয়ামীলীগ, মো. হযরত আলী হিলারী সাধারণ সম্পাদক, মাদারগঞ্জ উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগ, শফিকুর রহমান বাদশা, সভাপতি, মাদারগঞ্জ শহর ৬ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামীলীগ, আলহাজ মো. আব্দুর  রহিম, সদস্য, মাদারগঞ্জ শহর ০৮ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামীলীগ, রায়হান আহমেদ জুয়েল সাবেক ছাত্রলীগ নেতা, মো. লিয়াকত আলী, সদস্য, মাদারগঞ্জ  পৌরশাখা আওয়ামীলীগ, কহিনুর বেগম, সহ-সভাপতি, মাদারগঞ্জ পৌরশাখা মহিলা আওয়ামীলীগ, শিরিনা পারভীন, সাধারণ সম্পাদক, মাদারগঞ্জ  পৌরশাখা মহিলা আওয়ামীলীগ ও তানিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক, মাদারগঞ্জ পৌরশাখা মহিলা আওয়ামীলীগ।  

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।