ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাপা গাংনী শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
জাপা গাংনী শাখার দ্বি-বার্ষিক সম্মেলন জাপা গাংনী শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

মেহেরপুর: জাতীয় পার্টি (জাপা) মেহেরপুরের গাংনী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাংনী উপজেলা অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলন শেষে আগামী দুই বছরের জন্য জাপা গাংনীর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি বাবলু হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে জান মোহাম্মদ মিন্টুর নাম ঘোষণা করা হয়েছে।

কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ হুমায়ুন কবির শাওন।

সভাপতি বাবলু হোসেন ও সাধারণ সম্পাদক জান মোহাম্মদ মিন্টু

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপার খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু বিষ্ণুপদ রায়, জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক সাজ্জাব হোসেন আক্কাছ, মেহেরপুর জেলা জাতীয় আহ্বায়ক আব্দুল হাদী, যুগ্ম আহ্বায়ক সুমন পারভেজ, পার্টির সদস্য কেতাব আলী বিএসসি, জান মোহাম্মদ মিন্টু, মো. বাবলু হোসেন, রফিকুল ইসলাম ও নারী নেত্রী আসমা খাতুন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।