ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপির মশাল মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
ফেনীতে বিএনপির মশাল মিছিল 

ফেনী: জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে ফেনী সদর উপজেলা ও ফেনী পৌর বিএনপির উদ্যোগে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে ট্রাংক রোড় খেজুর চত্বর ও দোয়েল চত্বর প্রদক্ষিণ করে ইসলামপুর রোডের সামনে গিয়ে শেষ হয়।

প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল বা জামুকা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ‘বীর উত্তম খেতাব তিনি পেয়েছিলেন, স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের যে সরকার, সেই সরকারই তাকে খেতাব দিয়েছিল। এখন সরকারের সেই খেতাব বাতিলের উদ্যোগ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি কলঙ্ক লেপন করা হলো। ’ এটি দেশের মানুষ মেনে নিবেনা।  

মশাল মিছিলে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম আহ্বায়ক বাবু তপন কর, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূইঁয়া, জেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সদর উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম মাসুক, পৌর যুবদল নেতা নুরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।