ঢাকা, শুক্রবার, ২২ ভাদ্র ১৪৩১, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্র ইউনিয়নের টিকা নিবন্ধনে সহায়তা কার্যক্রম শুরু  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
ছাত্র ইউনিয়নের টিকা নিবন্ধনে সহায়তা কার্যক্রম শুরু   ছাত্র ইউনিয়নের টিকা নিবন্ধনে সহায়তা কার্যক্রম

ঢাকা: শ্রমজীবী মানুষদের কোভিড-১৯ ভ্যাকসিনের (টিকা) নিবন্ধন সহায়তা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
  
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর পুরান পল্টন মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রমিকনেতা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী।

প্রথমদিন শ্রমজীবী মানুষদের কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন সহায়তা কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শহীদুল্লাহ চৌধুরী বলেন, ছাত্র ইউনিয়নের এ উদ্যোগকে স্বাগত জানাই। করোনার ভ্যাকসিন প্রাপ্তি সবার অধিকার। সমাজের সর্বস্তরের মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। ছাত্র ইউনিয়নকে এ দায়িত্ব নিতে হবে। শ্রমজীবী মানুষদের ভ্যাকসিনের বিষয়ে সচেতন করে তুলতে হবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজউল্লাহ বলেন, ছাত্র ইউনিয়নের উদ্যোগে সারাদেশে এই কার্যক্রম চলবে। শ্রমজীবী মানুষদের জন্য হাসপাতালে তৎক্ষণাৎ রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন গ্রহণের ব্যবস্থা রাখার দাবি জানাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক দীপক শীল, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
আরকেআর/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।