ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে জাপার সভায় বক্তব্য দেওয়ার সময় কর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
কিশোরগঞ্জে জাপার সভায় বক্তব্য দেওয়ার সময় কর্মীর মৃত্যু প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় পার্টির সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মশিউর রহমান (৫৫) নামে এক কর্মী। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

রাতে দলীয় কার্যালয়ে মতবিনিময় ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান।  

কর্মী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওই কর্মী হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।