ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালো বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালো বিএনপি

ঢাকা: আগামী ১ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

ধানমন্ডি কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার পর সন্ধ্যা সোয়া সাতটায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাংলানিউজকে বলেন, আমরা দুজন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছারের হাতে আমন্ত্রণপত্রটি দেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগের অফিস সহকারী মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপাসরনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, আগামী ১ মার্চ বিকাল তিনটায় রাজধানীর লেকশোর হোটেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। ওই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।