ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মুশতাকের মৃত্যুতে ড. কামালের উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
মুশতাকের মৃত্যুতে ড. কামালের উদ্বেগ

ঢাকা: লেখক মুশতাক আহমদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। একইসঙ্গে তিনি মুশতাকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে এ আইনজীবী বলেন, সরকারের হেফাজতে কারাগারে থাকা অবস্থায় সাংবাদিক মুশতাক আহমেদের মৃত্যুতে দেশবাসীর সঙ্গে আমিও মর্মাহত এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার মুশতাকের জামিন না পাওয়া, সুস্থ্য মানুষটার হঠাৎ মৃত্যুতে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সত্যি ঘটনা জনসম্মুখে প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা নামের কালো আইনটি প্রত্যাহারেরও দাবি করছি। ডিজিটাল কালো আইন বাতিলে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে জনগণকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।