ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

টিএসসি এলাকায় ঢাবি ছাত্রদলের ঝটিকা মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ১, ২০২১
টিএসসি এলাকায় ঢাবি ছাত্রদলের ঝটিকা মিছিল ...

ঢাকা বিশ্ববিদ্যালয়: কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও টিএসসি থেকে ছাত্রদলের তিন নেতাকর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে ক্যাম্পাসে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
 
সোমবার (০১ মার্চ) আড়াইটার পর টিএসসি থেকে মিছিলটি বের করা হয়।

 

পরে স্বোপার্জিত স্বাধীনতা চত্বর হয়ে রাজু ভাস্কর্য ঘুরে টিএসসি এসে শেষ হয় এ মিছিল।

এসময় বক্তব্য রাখেন ঢাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমান।  

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নজিরবিহীনভাবে আমাদের আহ্বায়ক সদস্য আনিসুর রহমান খন্দকার অনিক, স্যার এ এফ রহমান হলের সাংগঠনিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জেসান ও সার্জেন জহরুল হক হলের কর্মী আতিক মোরশেদকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। টিএসসি থেকে যখন শিক্ষার্থীদের তুলে নেওয়া হয় তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুই করেনি।
এসময় তারা ক্যাম্পাসে পুলিশ কেন প্রশাসনের কাছে জবাব চেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এসকেবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।