ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাকস্বাধীনতার জন্য আজও লড়াই চলছে: সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১, ২০২১
বাকস্বাধীনতার জন্য আজও লড়াই চলছে: সেলিম ৩৭তম শহীদ তাজুল দিবসে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘স্বৈরাচারবিরোধী গণ আন্দোলনের মহান শহীদ তাজুল ইসলামের দেখানো পথে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য আজও লড়াই চলছে। ’

সোমবার (১ মার্চ) দুপুরে পুরানা পল্টনে মুক্তিভবনের সামনে ৩৭তম শহীদ তাজুল দিবসে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘শহীদ তাজুল ইসলাম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। তার দেখানো পথে আজও কমরেডরা গণতন্ত্র এবং বাকস্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে। তাজুলের আত্মত্যাগের ৩৭ বছর পরেও দেশের মানুষের ভোটাধিকার এবং মত প্রকাশের অধিকার হরণ করা হচ্ছে। ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে দেশের মানুষের সংগ্রামে শহীদ তাজুল সর্বদাই অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। ’

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে বন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে সেলিম বলেন, ‘এ সব নিবর্তনমূলক আইন জনগণের নিরাপত্তার জন্য নয়, বরং বিনা ভোটে ক্ষমতায় থেকে অবাধ লুটপাটকে নিরাপদ রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। ’

তরুণদের উদ্দেশে সেলিম বলেন, ‘তাজুলের মতো একঝাঁক শিক্ষিত তরুণ নিজের ব্যক্তিগত জীবন তুচ্ছ জ্ঞান করে সমষ্টির মুক্তির জন্যে ঝাঁপিয়ে পরবে, এটাই যুগের দাবি। শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে তরুণদের এগিয়ে আসতে হবে। ’

এছাড়াও তিনি অবিলম্বে কারাবন্দি সাতজন ছাত্রনেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি সবার মুক্তির দাবিও করেন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, গণসংগঠন, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন শহীদ তাজুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।