ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাপার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভা বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ১, ২০২১
জাপার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভা বুধবার

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভা বুধবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে।

সোমবার (১ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় পার্টির (জাপা) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভা বুধবার বিকেল ৩টায় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পাটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

সভা পরিচালনা করবেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ।

কমিটির সব যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ০১, ২০২১ 
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।