ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এলডিপির আলোচনা সভা ১৩ মার্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মার্চ ২, ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এলডিপির আলোচনা সভা ১৩ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এলডিপির আলোচনা সভা ১৩ মার্চ

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১৩ মার্চ আলোচনা সভার আয়োজন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের মুক্তিযোদ্ধা হলে ওই দিন বিকেল ৩ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ মার্চ) সকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মহাখালির বাসভবনে দলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদোয়ান আহমেদের সভাপতিত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৩ মার্চের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ২০ দলীয় জোট ও জাতীয় মুক্তিমঞ্চের সিনিয়র নেতারা।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।