ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এইচ টি ইমামের মৃত্যুতে আইজিপির শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২১
এইচ টি ইমামের মৃত্যুতে আইজিপির শোক

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় আইজিপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী এইচটি ইমাম মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বিকাশে নিরলস কাজ করেছেন।

শোক বার্তায় আইজিপি আরও বলেন, এইচ টি ইমাম স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে স্বাধীনতা উত্তরকালে সরকার পরিচালনা এবং দক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মতো একজন আদর্শ জনসেবক ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২১
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।