ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) বিকেলে আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

নবাবপুর ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সভাপতি কামরুজ্জমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক বাবু সম্ভু বৈষ্ণব।

সভা উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোশারফ মিয়া, নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন।  

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক রুপম শর্মা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওমর ফারুক রুবেল, বন্দর মার্কেট যুব সংঘের সভাপতি মাহিন উদ্দিন মহিম, নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুক হক হক-সাহাব, সোনাগাজী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল করিম সাইফুল, আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাসেল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।