ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নির্বাচনী তফসিল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নির্বাচনী তফসিল ঘোষণা

ঢাকা: বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ মার্চ) বিকেলে এ তফসিল ঘোষণা করা বলে এক সংবাদ বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী কমিটি নির্বাচনের জন্য গঠিত নির্বাচন উপ-কমিটির চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন উপ-কমিটির সভায় তফসিল ঘোষণা করা হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন উপ-কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সামসুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক ও বদরুল আলম।

সভা শেষে নির্বাচনী উপ-কমিটির নেতারা উপস্থিত ইউনিয়ন নেতাদের তফসিল সম্পর্কে অবহিত করেন এবং সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতাকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।