ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
২৩ শর্তে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৪ শর্তে গত ১ মার্চ বছরব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানের অনুমতি পেয়েছিল বিএনপি। এবার দলটির ছয় মেয়রপ্রার্থী আহুত ঢাকা উত্তরে ২৩ শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ছয় সিটি করপোরেশনের পরাজিত মেয়রপ্রার্থীরা ছয় বিভাগে সমাবেশের ডাক দেয় গত ৫ ফেব্রুয়ারি। এরই অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার মোহাম্মদপুর শহীদ পার্কে এই সমাবেশ হবে বুধবার (১০ মার্চ) দুপুর ২টায়।

মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে যুগ্ম-কমিশনার মনির হোসেন স্বাক্ষরিত অনুমতিপত্র পায় বিএনপি। দলটির মহানগর উত্তর কমিটির দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক গণমাধ্যমকে এ তথ্য জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সবশেষ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের সভাপতিত্বে দলের জাতীয় নেতা ও ছয় সিটি করপোরেশনের দলীয় মেয়রপ্রার্থীরা উপস্থিত থাকবেন।

আগামী ১৬ মার্চ ঢাকা দক্ষিণেও এ ধরনের সমাবেশ করার কর্মসূচি ঘোষণা রয়েছে বিএনপির। এজন্য নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে, ব্রাদার্স ইউনিয়ন মাঠ অথবা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করতে চায় দলটি।
 
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।