ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

ব‌রিশাল: সরকারের উন্নয়নের টাকা লোপাটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযুক্ত জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেবী রানী হালদারকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়নবাসী।

বিক্ষুব্ধরা দলীয় পদবীবিহীন বিতর্কিত বেবী রানী হালদারের মনোনয়ন বাতিল করে দলের সৎ, যোগ্য ও ত্যাগী নেতাদের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়ার জন্য দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান।

শনিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের সানুহার বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জল্লা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালীন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অমূল্য রতন হালদার, চৈতন্য বৈদ্য, খালেক রাঢ়ী, অমল মন্ডল, রেনু রায়, সুব্রত বৈদ্য, নারী নেত্রী অনিমা হালদার, নুপুর বেগম, দৈবতি রানী জয়ধর প্রমুখ।

শেষে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।