ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পৌরসভা ও ইউপি আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
পৌরসভা ও ইউপি আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত

ঢাকা :  পৌরসভা ও ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগ ৷

শনিবার( ১৩ মার্চ)আওয়ামী লীগ-এর সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ প্রার্থী চুড়ান্ত করা হয় ৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ-এর সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

সভায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে উল্লেখিত ১১টি পৌরসভা (৬ষ্ঠ ধাপ) ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ (১ম ধাপ)-এর মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ ব্যতীত অবশিষ্ট বিভাগগুলোর ইউনিয়ন পরিষদ (নির্বাচন কমিশনের তফসিলে ঘোষিত)-এর চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চুড়ান্ত করা হয় ৷

 

মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকা


বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসকে/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।