ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোনাগাজী পৌর নির্বাচনে আ'লীগের মনোনয়ন পেলেন খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
সোনাগাজী পৌর নির্বাচনে আ'লীগের মনোনয়ন পেলেন খোকন অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।

ফেনী: আসন্ন ফেনীর সোনাগাজী পৌরসভা সাধারণ নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলীয় নৌকা প্রতিক পেলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। তিনি সোনাগাজী পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শনিবার (১৩ মার্চ) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে প্রেস বিজ্ঞপ্তিতে সোনাগাজী পৌরসভার মেয়র পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের নাম ঘোষণা করা হয়।

পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ (ষষ্ঠ ধাপ)-এর আওতায় ফেনীর সোনাগাজী পৌরসভা সাধারণ নির্বাচন আগামী ১১ এপ্রিল রোববার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে অনুষ্ঠিত হবে।

গত ৩ মার্চ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ দিন ২৪ মার্চ ধার্য্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।