ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চৌহালী উপজেলা আ.লীগের সভাপতি তাজ, সম্পাদক ফারুক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
চৌহালী উপজেলা আ.লীগের সভাপতি তাজ, সম্পাদক ফারুক সভাপতি তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ফারুক সরকার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে ফারুক সরকার নির্বাচিত হয়েছেন।  

রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ফলাফল ঘোষণা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাহাব উদ্দিন ফরাজী।

 

এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিবুর রহমান অনুপস্থিত থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাজ উদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়। আর সাধারণ সম্পাদক পদে ১২২ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী পেয়েছেন ৯৭ ভোট।  

এর আগে বেলা ১১টার দিকে চৌহালী সরকারি কলেজ মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।  

প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাহাব উদ্দিন ফরাজী, সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, মুক্তিযোদ্ধা ফিরোজ ভূইঁয়া, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার পারভেজ লিমন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।