ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীতে হরতালের সমর্থনে মিছিল, যান চলাচলে বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
ফেনীতে হরতালের সমর্থনে মিছিল, যান চলাচলে বাধা ছবি: বাংলানিউজ

ফেনী: হরতালের সমর্থনে রোববার (২৮ মার্চ) সকালে ফেনীতে মিছিল বের করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।  

সকালে মিছিলটি শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে শুরু হয়।

এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষ হয় জহিরিয়া মসজিদের সামনে। সেখানে সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করতে দেখা গেছে হেফাজত কর্মীদের।

মিছিলের নেতৃত্ব দেন হেফাজতের ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ-সম্পাদক জাফর আহম্মদ চৌধুরী, সহ-সাংগঠনিক জসিম উদ্দিন, আবুল খায়ের মাছুম প্রমুখ।

অপরদিকে হেফাজতের নেতাকর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। পুলিশের পাশাপাশি মাঠে টহলে রয়েছে র‌্যাব সদস্যরাও।  

ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আতোয়ার ইসলাম বলেন, যেকোনো ধরনের পরিস্থিতি এড়াতে মাঠে কাজ করছে পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।