ঢাকা, বৃহস্পতিবার, ২১ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ফেনী: জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে মঙ্গলবার (৩০ মার্চ) সকালে ফেনী শহরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।

শহরের ট্রাংক রোডে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি।

 

জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ, সদস্য মশিউর রহমান বিপ্লব, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ মজুমদার, দাগনভূঞা উপজেলা সভাপতি আকবর হোসেন। সভায় বক্তারা গত ক'দিনে দেশে ঘটে যাওয়া প্রাণহানির তীব্র নিন্দা জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার সংঘর্ষে হতাহত হওয়ার ঘটনায় বিএনপি গত ২৯ মার্চ ঢাকাসহ বিভাগীয় শহরে ও ৩০ মার্চ জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি দেয়।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।