ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
নওগাঁয় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ২০

নওগাঁ: নওগাঁ শহরের কেডির মোড় এলাকায় বিএনপি ও পুলিশে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত  হয়েছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বাংলানিউজকে বলেন, সম্প্রতি সারাদেশে হামলা ও হতাহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে কেডির মোড়ে মিছিল বের করা হয়। এ সময় পুলিশ বাঁধা দেয় এবং আমাদের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হলে নেতা-কর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে পুলিশ। ফাঁকা গুলিও করে। এতে বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।  

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল বাংলানিউজকে জানান, আন্দোলনকারীরা হঠাৎই মারমুখী হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়া হয়। এখন পর্যন্ত ওই এলাকায় পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।