ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তৃণমূলের নেতারাই খাঁটি আ.লীগ: খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
তৃণমূলের নেতারাই খাঁটি আ.লীগ: খাদ্যমন্ত্রী বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: বাংলানিউজ

নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তৃণমূলের যেসব নেতারা রয়েছেন, তারাই খাঁটি আওয়ামী লীগ। তাদের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায়, আমরা ক্ষমতায়।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে নওগাঁর নিয়ামত উপজেলার সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে এ কথা খাদ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, নেতা-কর্মীরা যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, তারা কেউ বেতনভুক্ত কর্মচারী নয়। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের কর্মচারী। সেই আদর্শ নিয়েই এগিয়ে যাচ্ছি। আর যারা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, তাদের নিয়ে কোনো দিন দল করা যায় না।

ত্রি-বাষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।  

সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সাংস্কৃতিক সম্পাদক ও সংসদ সদস্য অসিম কুমর উকিল, স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারসহ জেলা ও উপজেলা আওযামী লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।