ঢাকা, বৃহস্পতিবার, ২১ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাহমুদুর রহমান মান্না করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
মাহমুদুর রহমান মান্না করোনায় আক্রান্ত

ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরের দিকে তার করোনার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।


    
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মান্নার গত দু’দিন ধরে জর ও কাশি ছিল। পরে করোনা টেস্ট করা হয়। বৃহস্পতিবার দুপুরে পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। মান্না এখনও বাসায় আছেন। শারীরিকভাবে ভালো আছেন। তবে সন্ধ্যার মধ্যে যেকোনো হাসপাতালে তাকে ভর্তি করানো হবে।

জাহেদ উর রহমান বলেন, শারীরিক অবস্থা ভালো থাকলেও আমরা রিস্ক নিতে চাচ্ছি না। যেহেতু এখন যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের হঠাৎ করে অক্সিজেন লেভেল কমে যায়। সেজন্য তাকে হাসপাতালে ভর্তি করাবো।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।