ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কাউখালীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
কাউখালীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার মো. আবু বক্কর সিদ্দিকী

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে মো. আবু বক্কর সিদ্দিকী (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে নিজ ঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

 

আবু বক্কর উপজেলার সদর ইউনিয়নের আসপদি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে কাউখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।  

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে আবু বক্করকে তার নিজ ঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার ফাহাদ হোসেন জানান, ওই কলেজছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।  

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।